রাজবাড়ীর গোয়ালন্দে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সভা কক্ষে কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদত হোসেন, এনসিটিএফ সাধারণ সম্পাদক সেতু আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল বলেন, সমাজে সুবিধাবঞ্চিত পিছিয়ে পরা শিশুদের নিয়ে প্লান ইন্টারন্যাশনাল কাজ করছে। পিছিয়ে পড়া শিশুরা সমাজে ভালো অবস্থানে যেতে পারে সে লক্ষ পূরণ করায় এ সংস্থার কাজ।