২১ মার্চ বৃহস্পতিবার উপজেলা রিসোর্স সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র মাহে রমজান, রহমতের ১০ রোজায় রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উজানচর দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পিটিআই এর প্রাক্তন ইনস্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন, মো. আঃ লতিফ, মো. মোজাম্মেল হক, মো. খলিলুর রহমান, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কেএম বিলায়েত হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, শিক্ষক প্রতিনিধি মুঞ্জুয়ারা কাদরী, মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান।