স্ত্রী চলে যাওয়ার আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন মামুন মোল্লা নামে এক ব্যক্তি। রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে শোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
জানা গেছে, প্রেম করে বিয়ের পর ৬ বছর সংসার করার পর সেই স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় অন্য একজনের সঙ্গে। পরে এক মণ দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেন মামুন মোল্লা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে, এক যুবক বাড়ির উঠানে টুলের ওপর বসে আছে। পাশে বালতিভর্তি দুধ। সেখানে থাকা নারীরা মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ ঢেলে গোসল করাচ্ছেন।
মামুন মোল্লা স্থানীয় একটি বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন। প্রায় ৬ বছর আগে মামুন মোল্লা ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন বালিয়াকান্দির নবাবপুরের বালিয়াচরের শাম্মী আক্তারকে। বিয়ের পর তাদের সংসার সুখেই চলছিল। হঠাৎ মামুনের স্ত্রী শাম্মী তার বাবার বাড়ি এলাকার তপন আলী নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ২ মার্চ শাম্মী তার স্বামী-সংসার ছেড়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে মামুন গত রোববার দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেন।
মামুন মোল্লা জানান, ভালোবেসে ৬ বছর আগে বিয়ে করে সংসার করছিলেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে বেঈমানি করে অন্যের হাত ধরে চলে গেছে। তাদের সংসারে কোনো অভাব-অনটন বা দুঃখ-কষ্ট ছিলে না। তিনি তাকে চিনতে ভুল করেছিলেন। যার কারণে দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করে দ্বিতীয় বিয়ে করেছেন।
ইউপি মেম্বার জনাব আলী বলেন, মামুন তার প্রতিবেশী। মামুনের স্ত্রী শাম্মী পরকীয়া করে পালিয়েছে। কিন্তু তারা প্রেম করে বিয়ে করেছিল এবং ৬ বছর সংসারও করেছে। স্ত্রী পালিয়ে যাওয়ায় গত রোববার মামুন দ্বিতীয় বিয়ে করেছে এবং বিয়ের আগে মামুন দুধ দিয়ে গোসল করেছে।