রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাব আয়োজিত কৃষক পরিবারের সন্তানদের অংশগ্রহণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রাত ৯ টায় তোরাপ শেখের পাড়ায় মধ্যরাত পর্যন্ত চলে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলায় লাল তীর সীড লিমিটেড দল টসে জয়লাভ করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১২ ওভারের ম্যাচে তারা ২ উইকেট হারিয়ে করে ১৪২ রান। ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউনাইটেড সীড কোম্পানি দল ১২ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়। ফলে লাল তীর সীড দল ৫৪ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে দেয়া হয় ট্রফি ও গাছের চারা। এছাড়া অতিথিদের দেয়া হয় কৃষিকাজের সময় কৃষকদের মাথায় ব্যবহার্য ‘মাথাল’। ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিপু। সর্বোচ্চ উইকেট সংগাহক নির্বাচিত হন সহিদুল ইসলাম। সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আসিফ। সেরা ক্যাচের পুরস্কার পান আকাশ ও রাসেল। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ, ইউনাইটেড সীড কোম্পানির ম্যানেজার মো. আমজাদ হোসেন, ফরিদপুর জোনের মার্কেটিং অফিসার বিকাশ চন্দ্র কাঞ্জি লাল, আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও টুর্নামেন্টের আহবায়ক হুমায়ন আহমেদ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।