রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সদ্য বিদায়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর জেলা পরিষদ শাখার এক প্রজ্ঞাপনে এসংক্রান্ত এক পরিপত্র ইতিমধ্যেই জেলা পরিষদে এসে পৌছেছে। প্রজ্ঞাপনের বিবরণ অনুযায়ী গত ১৭ এপ্রিল এক প্রজ্ঞাপনে দেশের ৬১টি জেলা পরিষদ ভেঙে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬১টি জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগকৃতদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক পদে সদ্য বিদায়ী নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের নাম রয়েছে।
নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমাকে জেলা পরিষদে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধান্তে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে জেলার সকল জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা কামনা করছি। আমি বরাবরই সকলকে সাথে নিয়েই কাজ করে এসেছি। আমার প্রশাসন হোক জনবান্ধব এবং ঘুষ দুর্নীতিমুক্ত। এসময় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। এদিকে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।