রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৩-২০২৪ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বকনা বাছুর প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩২ জন জেলেকে বকনা বাছুর প্রদান করা হয়। গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. সুবর্ণা ফেরদৌস। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব।