রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের রশোড়া বাজার এলাকায় একটি বড় কড়ই গাছ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেকারণে গাছটি কেটে ফেলার দাবি জানিয়েছে তারা। স্থানীয়দের মতে, বৃক্ষ আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই উপকারী। কিন্তু সেই বৃক্ষই কখনো কখনো মানুষের জীবনেই আবার বিপদ ডেকে আনতে পারে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গাছটির বয়স আনুমানিক ১২ বৎসর। রাজবাড়ী জেলা পরিষদের আওতায় থাকা এই গাছটির পাশে দরিদ্র ইছাক দোকান চালায়। দিনে দিনে গাছটি বড় হওয়ায় কারণে এখন দোকান খুলতে পারছেন না। দোকানের সামনে কোন লোকও আসতে পারে না বলে জানান ইছাকের দোকানের পাশের দোকানদার বিল্লাল। তিনি আরো বলেন, বৈশাখ – জৈষ্ঠ্য মাসের কালবৈশাখী ঝড়ে গাছটি ভেঙে পড়লে দোকানপাট সহ জনসাধারণের ক্ষতি হবার সম্ভবনা রয়েছে। এ ব্যপারে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার জনসাধারন অতিদ্রুত গাছটি কেটে ফেলা প্রয়োজন বলে মনে করেন। রাজবাড়ী জেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।