পদ্মা নদীর ভাঙন কবলিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বৃহস্পতিবার ১৯২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করা হয়েছে। এসময় নদী ভাঙন কবলিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রত্যেককে ৫০ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। গোয়ালন্দ উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডলের উপস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন।
বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা মাধ্যমিক অফিসার মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমুখ। এসময় প্রধান অতিথি ২০২০-২১ অর্থ বছরের নদী ভাঙন কবলিতদের মাঝে প্রথম পর্যায়ে ১৯২জন ব্যক্তিকে ৫০হাজার টাকার চেক প্রদান করেন। পর্যায়ক্রমে জেলার সকল নদী ভাঙন কবলিতদের মাঝে ৫০ হাজার টাকা চেক দেওয়া হবে।