রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির বাংলাট গ্রামে জমি থেকে জোরপূর্বক রসুল তোলা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বজলুর রহমান বিশ্বাস প্রতিপক্ষ দিলবর মন্ডল অরফে দিলু মন্ডল গংদের বিরুদ্ধে রাজবাড়ীর ২নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং সিআর ২২৩/২২। তাং ০৪/০৪/২০২২। ধারা দ. বি. ৪৪৭/৩৭৯/৫০৬(২)/১০৯।
মামলার বিবরণে বজলুর রহমান বিশ্বাস জানান, একই গ্রামের দিলবর মন্ডল অরফে দিলু মন্ডল গংদের সাথে নানা কারণে সামাজিক বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে চলতি বছরের গত ২৮ মার্চ সন্ধ্যা রাত ৭টার দিকে পাংশা থানাধীন ১৩২ নং পারকুল মৌজার বিএস ২৬৫ নং খতিয়ানভুক্ত বিএস ৬৬৯ নং দাগের বজলুর রহমান বিশ্বাসের নিজ মালিকানাধীন জমির ২৬ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ জমিতে জন্মানো রসুন প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক তুলে নিয়ে যায়। নিষেধ করলে বিবাদী পক্ষের লোকজন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ঘটনার বিষয়ে বজলুর রহমান বিশ্বাস প্রথমে পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সে আলোকে কসবামাজাইল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরজমিনে বিবাদীর বাড়ি থেকে রসুন উদ্ধার করে সমাজের মক্কেল আশরাফুল ইসলামের বাড়িতে তার জিম্মায় রাখেন। কিন্তু থানায় মামলা এন্ট্রি না হওয়ায় আইনী প্রতিকারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।