রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে ১০ম শ্রেণিতে পড়–য়া দুই ছেলে মেয়ের সম্পর্ক নিয়ে উভয় পরিবারে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। দুই পরিবারের বাড়ি নাচনা মুরাদপুর গ্রামের রাস্তার এপার ওপার সামনা সামনি। বাড়ি থেকে বের হলেই দুই পরিবারের লোকজনের সাথে দেখাশুনা হয়। বর্তমানে দুই পরিবারের মাঝে বিরোধ দেখা দিয়েছে। জানা যায়, রবিবার সন্ধ্যায় ১০ম শ্রেণিতে পড়–য়া ওই মেয়ে প্রেমের সম্পর্কের জের ধরে ছেলের বাড়িতে গিয়ে উঠে পড়ে। কিন্তু প্রেমিক সব্বির ও তার পিতা বাচ্চু শেখ বাড়িতে ছিলেন না। ঘটনার রাতেই স্থানীয়ভাবে পরামর্শ করে মেয়েকে বুঝিয়ে তার পিতার কাছে বাড়িতে পাঠানো হয়। এ ঘটনায় মেয়ের অভিভাবক জানান, তার মেয়েকে ফুঁসলিয়ে গত ১৭ মার্চ ঢাকায় নিয়ে যায় বাচ্চু মোল্লার ছেলে সাব্বির। সেখানে খোঁজাখুঁজি করে তার ভাতিজা সজল মেয়েকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। সেই থেকে সাব্বির গা ঢাকা দিয়ে আছে। তিনি আরও জানান, তাকে নানা ভাবে ক্ষতি করার জন্য হুমকি প্রদর্শন করা হচ্ছে। পরিবারের ক্ষতির ব্যাপারে তিনি আইনী প্রতিকার চান। আইনী সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ভাবছেন তিনি। সাব্বিরের চাচা আব্দুল কাদের জানান, ছেলে মেয়ের প্রেমের সম্পর্ক জানাজানির পর বিয়ের বিষয়ে উভয় পরিবারের সাথে আলোচনা হয়। কিন্তু তাদের বয়স হয়নি। ঝামেলা এড়াতে সাব্বিরকে কুষ্টিয়ায় তার পিতার কাছে পাঠানো হয়েছে। পিতার সাথে সেখানে রাজ মিস্ত্রির কাজ করছে সাব্বির। এর আগে সাব্বির পাংশায় একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতো।