সুহৃদ সম্মিলনীর আনন্দ আর ইফাতার মাহফিলের ভাব গাম্ভীয্যের মধ্য দিয়ে সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ীর ২০২৩-২৪ বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে রেড ক্রিসেন্ট প্লাজার ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দুই বছরের জন্য কমল কান্তি সরকারকে সভাপতি ও রবিউল আওয়ালকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের বিদায়ী সভাপতি আহসান হাবীব। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক কাজী তামান্না।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহ সভাপতি নুরতাজ তাজিয়া ও শাহেদ মুশতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও রোকসানা রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান খান, সহ সাংগঠনিক সম্পাদক রাফিদুল ইসলাম, পাঠচক্র সম্পাদক আব্দুর রব সুমন, আবৃত্তি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমনা শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক হৈমন্তি বিজয়, সহ সাংস্কৃতিক সম্পাদক অন্তরা ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম নয়ন, অর্থ ও দপ্তর সম্পাদক কাওসার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তামান্না আফরোজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদা তৃষা, বিতর্ক সম্পাদক মোনালিসা আক্তার, সহ- বিতর্ক সম্পাদক অর্ণব শীল, শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক রীমা হালদার, সহ শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক আঁখি ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইভা ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক তানজিনা তাজিন, নারী বিষয়ক সম্পাদক রুকাইয়া রুমা, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক এবি সিদ্দিক।
কার্যনির্বাহী সদস্যরা হলেন নাসির খান, কাজী তামান্না, সৈয়দ সাগর, দীপঙ্কর শিকদার, এনামুল হক জুয়েল, অমিত সরকার, দেবব্রত বিশ্বাস, বিনয় সেন, খাদিজা খাতুন, নাজমুল হোসেন, মিলন শেখ, সৌরভ বিশ্বাস, ফারিয়া রোজা, পিউ সাহা, রিফাত মোল্লা, নিলয় সাহা, শ্রাবণী খান, সুুমনা আক্তার, টুশি বিশ্বাস, মোনালিসা, চাঁদনী আক্তার, মাইশা ও ইশরাত।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, শিশু রাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সদ্য বিদায়ী সভাপতি আহসান হাবীব, সাংস্কৃতিক সংগঠক মহিতুজ্জামান বেলাল, সমাজসেবী প্রভাত দাস বিষ্ণু, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নজরুল ইসলাম, কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, উন্নয়ন কর্মী পাপুন সালেহীন, নাট্যজন দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন ও শিক্ষক সেলিনা বিলকিস।
কমিটি গঠন শেষে রাজবাড়ী সুহৃদ সমাবেশের সদ্য বিদায়ী সভাপতি আহসান হাবিব নতুন কমিটির সদস্যদের করণীয় দিকনির্দেশনা দেন। নতুন কমিটির সকলে সুহৃদ সমাবেশের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে চান এবং সকল প্রকার ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চান। কমিটি গঠন শেষে রাজবাড়ী সুহৃদ সমাবেশের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সুহৃদ সম্মিলনীর আলোচনা সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, আহসান হাবীব, মহিতুজ্জামান বেলাল,আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, ফকীর জাহিদুল ইসলাম রুমন, কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ প্রমুখ। বক্তারা রাজবাড়ী সুহৃদ সমাবেশের বিভিন্ন কাজের প্রশংসা করে নানারকম দিকনির্দেশিনা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন।