রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপিতে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত নবীন সংঘকে পাবলিক লাইব্রেরী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার ১ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিক ভাবে পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ হয়। পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করেন। পথ শিশু কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় পাবলিক লাইব্রেরী পরিচালিত হবে। মৌরাট ইউপির সদস্য আজিম উদ্দিন শেখের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. আব্দুর রহিম, ট্রাস্টের সমন্বয়ক রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম (সবুজ মুন্সী) প্রমূখ উপস্থিত ছিলেন।শিব শংকর চক্রবর্তী জানান, মৌরাট ইউপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম মুন্সীর নেতৃত্বে মৌরাট পোস্ট অফিসের পাশে ১৯৮৪ সালে নবীন সংঘ নামে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করাসহ জনকল্যাণমূলক কাজে কার্যকরী ভূমিকা রাখে। কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা সিরাজ মুন্সীর ইন্তেকালের পর নবীন সংঘের কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। পথ শিশু কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় বর্তমানে নবীন সংঘের সদস্যদের সমন্বয়ে নবীন সংঘ পাবলিক লাইব্রেরী হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী দিনে ট্রাস্টের পক্ষ থেকে ৮০টি বই প্রদান করা হয়েছে। ক্রমান্বয়ে বইয়ের সংখ্যা বাড়ানো হবে। একজন পাঠক পড়ার জন্য একটি বই নিজ হেফাজতে ৪৮ ঘন্টা রাখতে পাবরেন। ট্রাস্টের ব্যবস্থাপনায় একজন লাইব্রেরিয়ান থাকবেন। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইব্রেরী খোলা থাকবে বলে জানান তিনি।