কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সেইফ হোম প্রজেক্টের আওতায় চাইল্ড ট্রাফিকিং কমিটি (সিটিসি), চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড (সিডব্লিউবি) এবং কমিউনিটি বেইজড চাইল্ড প্রটেকশন কমিটি (সিবিসিপিসি) কমিটির মাধ্যমে শিশু পাচাররোধ, শিশু কল্যাণ বোর্ড শিশুদের জন্য কি কি সুযোগসুবিধা প্রদান করে এবং শিশু সুরক্ষা প্রক্রিয়া বিষয়ক আলোচনার জন্য দ্বি-বার্ষিক সমন্বয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদৎ হোসেন, প্রকল্প সমন্বয়কারী, বাংলাদেশ সেইফ হোম প্রজেক্ট, কেকেএস এবং সভা সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম খান সেলিম, ম্যানেজার, এ্যডুকেশন, সেভ দ্য চিলড্রেন।
সভায় সিবিসিপিসি কমিটির সদস্য সচিব মো. রাজিব শেখ জানান যে কেকেএস স্কুল ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে নিম্নমানের খাবার বিক্রি করা হয়, যা শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং স্কুল চলাকালীন সময়ে শিশুরা যাতে বহিরাগতদের দ্বারা ইভটিজিং এর শিকার না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
চলতি মাসে মোবাইল দোকানদারদের সাথে স্কুল শিক্ষক, অভিভাবক ও উক্ত কমিটির সদস্যবৃন্দের সমন্বয়ে একটি সভা করে ক্ষতিকর খাবার পরিহার ও মানসম্মত খাবার বিক্রির পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ইভটিজিং রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন মো. আজিজুল ইসলাম প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, চম্পা বেগম, দৌলতদিয়া ইউপি সদস্য (মহিলা), ওয়ার্ড নং -১,২,৩ সালেহা খানম, সভাপতি সিবিসিপিসি কমিটি, মো. শহিদুল ইসলাম, সিবিসিপিসি কমিটির সদস্য ও প্রধান শিক্ষক দৌলতদিয়া মডেল হাই স্কুল, মো. মানিক শেখ, সিবিসিপিসি কমিটির সদস্য ও প্রধান শিক্ষক ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুল ও প্রকল্প সমন্বয়কারী রুমা খাতুন, প্রদীপ প্রকল্প ও কেকেএস’র বিভিন্ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।