রাজবাড়ীর ডিবি পুলিশ বুধবার রাতে পৃথক চারটি অভিযান চালিয়ে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে আড়াইশ গ্রাম গাঁজা ও ৫০ পুরিয়া হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো কাশেম মন্ডল, শরিফুল ইসলাম সরদার, মুরশীদ শেখ ও মিরাজ সরদার। এদের সবার বাড়ি একই গ্রামে।
রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা থেকে চার গ্রাম হেরোইনসহ রাসেল শেখকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার বাসিন্দা।
অপরদিকে কালুখালী উপজেলার মাজবাড়ি এলাকা থেকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় চারজনকে। তারা হলো রাব্বী শেখ, রবিউল ইসলাম, মো. নাছিম ও শুভ ইসলাম। তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তারা একই গ্রামের বাসিন্দা।
একই রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকার মেহগনি বাগানের ভেতর থেকে চারশ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ বিশ্বকুমার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে মাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে কাশেম মন্ডল, শরিফুল ইসলাম এবং বিশ্বকুমার বিশ্বাসের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।