রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রধান হিসাবে উপস্থিত থেকে জমির মালিকানা ও গৃহ হস্তান্তর করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
বুধবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল হক শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
গোয়ালন্দ উপজেলায় মোট ৬৭৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই সুবিধা ভোগ করছেন। আজ চতুর্থ ধাপে জমিসহ সেমিপাকা বাড়ির সুবিধা পেলেন ২জন, বর্তমান এই উপজেলায় ৬৮১টি পরিবার আজ থেকে পূর্ণসুবিধা ভোগ করছেন। আরও ১৩টি গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। যার মধ্যে দৌলতদিয়া ইউনিয়নে ২৪২টি, দেবগ্রাম ইউনিয়নে ১৫৭টি, ছোটভাকলা ইউনিয়নে ১৩১টি, উজানচর, ইউনিয়নে ১৫৫টি ও পৌরসভায় ৯টি ভুমিসহ গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে।
এই উপজেলায় সুবিধা ভোগীদের মাঝে সর্বমোট ৬৯৪টি প্রধানমন্ত্রীর উপহারের গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। অসমাপ্ত ১৩টি বরাদ্দকৃত গৃহের কাজ শেষ হলেই এই উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।