রাজবাড়ী কালুখালীতে আত্মসাত হওয়া মন্দিরের চাল ফেরত প্রদানের আদেশ ৩ বছরেও বান্তবায়ন হয়নি। অনুসন্ধানে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে পুরাতন কালুখালী পূজা মন্দির সংস্কারের জন্য টিআর প্রকল্পের ২ মে.টন চাল বরাদ্দ হয়। ওই বছরই মন্দিরের সভাপতি প্রবীর কুমার ভট্টাচার্য ও সাধারন সম্পাদক দুলাল মজুমদার কালুখালীর পিআইও অফিসের ছারপত্র নিয়ে ২ মে.টন চাল উত্তোলন করে। পরে তারা ওই চাল মন্দিরের কাজে না লাগিয়ে নিজেরাই আত্মসাত করে।
ঘটনা জানাজানি হলে পুরাতন কালুখালীর রতন শর্মা কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান অভিযোগটির তদন্তভার পান। তিনি তদন্ত শেষে ঘটনার সত্যতা পান। এজন্য মন্দিরের সভাপতি প্রবীর কুমার ভট্টাচার্য ও সাধারন সম্পাদক দুলাল মজুমদারের বিরুদ্ধে রিপোর্ট প্রদান করেন।
পরে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার নুরুল আলম চাল ফেরত প্রদানের জন্য মন্দিরের সভাপতি প্রবীর কুমার ভট্টাচার্য ও সাধারন সম্পাদক দুলাল মজুমদারকে আদেশ দেন। এই আদেশের ৩ বছর পার হলেও তারা চাল ফেরত দেয়নি।