রাজবাড়ী সদর থানার পুলিশ অপহরণ মামলার আসামী ‘কট শামীম’কে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার বাড়ইপাড়া এলাকার মো. সাদেক শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।