পবিত্র মাহে রমজান এবং বাজারদর স্থিতিশীলতা সুরক্ষার প্রত্যয়ে রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তদর, রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তদর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল, প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতিরসহ সভাপতি মাহফুজুর রহমান, বালিয়াকান্দি’র এনজিও সমন্বয়ক সাজাহান সিদ্দিকী, কালুখালী’র সাংস্কৃতিক কর্মী জাহিদ হুসাইন, গোয়ালন্দ’র এনজিও কর্মকর্তা মঞ্জুরুল আলম, পাংশা’র নারী সমাজ কর্মী শান্তা বিশ্বাস, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান তামিম খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাব রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। মজুদদারী, কালোবাজারী এবং ব্যবসায়ী সিন্ডিকেট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ এবং জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীন সাধারণ মানুষের স্বার্থে বিশেষ ভূমিকা রাখতে ‘ক্যাব’ এর প্রতি আহ্বান জানান হয়। এছাড়াও বক্তারা বর্তমান সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের যথাযথ ভূমিকা পালনের জন্য সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।