রাজবাড়ীর গোয়ালন্দে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের শ্রেণী কক্ষে এ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়। মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও নাজিমউদ্দিন মন্ডল শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৩ উপলক্ষে ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৪২,০০০ টাকার নগদ অর্থ প্রদান করা হয়।
পরে সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের আয়োজনে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন মতিয়ার রহমান।
এসময় সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা আরিফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্ত্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর ডি একাডেমীর প্রাক্তন প্রধান শিক্ষক ইসহাক মন্ডল, রাজবাড়ী পিটিআই অবসরপ্রাপ্ত সিনিয়র ইন্সপেক্টর মফিজুল ইসলাম তানছেন, দক্ষিন উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফর হোসেন, উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত হোসেন লিপু, ফরিদপুর পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী শিক্ষক নাজিমুল ইসলাম সহ অন্যান্যরা।
সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা আরিফা বেগম বলেন, মন্ডল পরিবার পারিবারিক ভাবে শিক্ষা বৃত্তি প্রদান হিসেবে এ বছর এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে। প্রতি বছরের ন্যায় শিক্ষা বৃত্তির ২৬,৭৫,০০০ টাকার মধ্যে এ বছর শিক্ষার্থীদের মাঝে ২,৬৩,০০০ টাকা প্রদান করা হয়েছে এবং গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ শিক্ষার মাধ্যমে ১৭,০০,০০০ টাকার মধ্যে ১,৬৩,২০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও দুস্থ ও অসহায় মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ দেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম প্রতিবছরই হয়ে থাকে। আগামীতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।