রাজবাড়ীর পাংশায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নার্গিস আক্তার (৩৫) নামে এক গৃহিনীকে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধারাতে উপজেলার কলিমহর ইউপির পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহিনী পরানপুর গ্রামের মাজেদ মন্ডলের স্ত্রী। আহত নার্গিসকে প্রথমে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকাতে পাঠানো হয়।
এব্যাপারে মাজেদ মন্ডল বলেন, প্রায় ৭ মাস আগে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ফোন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বলে টাকা না দিয়ে পার পাবি না, তোর সব তথ্য তোর প্রতিবেশিরাই আমাদের দেয়। তাই টাকা দিতেই হবে। এরপর দির্ঘদিন পরে গত এক স্বপ্তাহ আগে পুনরায় ফোন করে বলে যে, টাকা দিলিনাতো? দেখ কখন কি করে বসি। এঘটনার পর সোমবার সন্ধার পর আমার স্ত্রী টিউবয়েলে বসে থালা-বাসন মাজার সময় অজ্ঞাত কিছু সন্ত্রাসী গুলি করে চলে যায়।
আমার স্ত্রীর চোখে মুখে ও শরীরের বেশ কিছু অংশে গুলি লাগে। তার অবস্থা এখন আশংকাজনক।