গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন করা হয়েছে। সকাল ৯ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠন নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন। দিবসটি উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে র্যালী বের করা হয়। এদিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আওয়ামীলীগ নেতা আতিকুজ্জামান সেন্টু, হুমায়ুন কবির পলাশ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ।