কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চলমান প্রকল্প ‘এন্ডিং সেক্সচুয়াল এক্সপলুটেশন অব চিলড্রেন ইন বাংলাদেশ’ এর ইম্পিলিমেন্টেশন মেথড এবং বাস্তবায়ন কৌশলনিয়ে লাইভলিহুড “কনসালটিং টিম’স ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) নির্বাহী পরিচালক ও দৈনিক আমাদের রাজবাড়ী’র প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এই কনসালটিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা করেন এর দাতা সংস্থা দ্য ফ্রিডম ফান্ড এর কনসালটেন্ট এবং গবেষনা প্রতিষ্ঠান সিএসএসটিডি এর টিম প্রধান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. মো. মোজাফ্ফর আহমেদ। টিম কোঅর্ডিনেটর মো. আবুল খায়েরের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে ওরিয়েন্টেশনের সুচনা হলেও সর্বশেষ ইতি টানেন নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক প্রফেসর রেজাউল আলম চৌধুরী। সভায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উপর গুরত্বারোপ করে বক্তারা বক্তব্য প্রদান করেন।
কনসালটিং প্রতিষ্ঠান সিএসএসটিডি এর পক্ষে আরো উপস্থিত ছিলেন টিম ম্যানেজার মাহবুব হোসেন। সভায় কেকেএস এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম, সংস্থার লিগ্যাল অফিসার মো. নাসির উদ্দিন, প্রকল্পের ফোকাল পারসন শাহাদৎ হোসেন, প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ, ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা পথিক পাল, ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুন এবং সুরভী আক্তার প্রমূখ।