রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে সোমবার মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে রোজা রাইডার্স কুষ্টিয়া বনাম পাংশা উপজেলা ক্রিকেট একাদশ এর মধ্যে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন সাংসদ জিল্লুল হাকিমের সহধর্মিনী সাইদা হাকিম।
টসে জিতে পাংশা উপজেলা ক্রিকেট একাদশ ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে রোজা রাইডার্স কুষ্টিয়া ৭ উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বল খেলে নিজেদের কাংক্ষিত জয় তুলে নিতে সক্ষম হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বিশেষ অতিথী ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত হাছনীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর-মেয়র ওয়াজেদ আলী। সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা মাসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য গোবিন্দ চন্দ্র কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল হক মৃধা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল। খেলা শেষে চ্যাম্পিয়ন দল রোজা রাইডার্স কুষ্টিয়া’র হাতে ট্রফি তুলে দেন পাংশা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত হাছনীন।
পাংশা উপজেলা ক্রিকেট একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়ার মেহেদী মারুফ। অন্য দিকে রোজা রাইডার্স একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশের জাতীয় দলের খেলোয়ার মুনিম শাহারিয়ার।
মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সদস্য সচিব শাহিদুল ইসলাম মারুফ বলেন, “খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগানকে সামনে রেখে মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের এবার চতুর্থ আসর অনুষ্ঠিত হলো। আশা করছি আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।