গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সাথে রাজবাড়ী শিল্পকলা একাডেমি ও জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে রাজবাড়ী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্তে জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রানী সাহা।
মতবিনিময় সভায় রাজবাড়ীতে একটি অডিটরিয়াম, অসচ্ছল সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্কৃতিক কর্মিদের ভাতা ও বরাদ্দ বৃদ্ধি করার জন্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানান জেলার সাংস্কৃতিক কর্মিরা।