“এসো মিলি প্রানের টানে-আবারাও মোদের প্রিয় অঙ্গনে” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের ১৯৯৩ ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাংশা সরকারি কলেজ প্রাঙ্গনে এ পূণর্মিলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘ দিন পর এক বন্ধু অপর বন্ধুকে জড়িয়ে ধরে করছে আলিঙ্গন, তুলছে ছবি খোজ নিচ্ছেন পরিবারের এমনই ব্যাস্ত সময় পার করছেন তারা। সকালে পাংশা সরকারী কলেজ প্রাঙ্গন থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, ভ্যান পার্টির তালে তালে সুসজ্জিত র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণের ক্যাম্পাস কলেজ চত্বরে শেষ হয়।
পরে আলোচনা সভা, স্মৃতি চারণ, শিক্ষকদের ও অতিথিদের সংবর্ধনা, দরিদ্র বন্ধুদের আর্থিক সহায়তা, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এ উপলক্ষে কলেজের প্রাক্তন অধ্যক্ষ এ.টি এম রফিকুল ইসলাম, আরশাধ আলীসহ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের কলকাকলিতে ভরে উঠেছিল পাংশা সরকারি কলেজ ক্যাম্পাস।
পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, বিশেষ অতিথি হিসাবে পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, কলেজের বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূশরাত হাসনীন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আর্ন্তজাকিত রক সুপারস্টার মেহেরীন ও ক্লোজআপ তারকা কন্ঠশিল্পী বাপ্পি।
পূর্ণমিলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা. খোন্দকার মুহাম্মাদ আবু জালাল বলেন, দিন ব্যাপী আমরা আমাদের বন্ধুদের সাথে অনেক মজা করছি দির্ঘদিন পর বন্ধুদের পেয়ে আমরা আবেগাপ্লুত। এ ভাললাগা ভাষায় প্রকাশ করার মত নয়।