পদ্মা নদীতে বালুবাহি ট্রলারে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় ২ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। আহত শ্রমিকদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা নামক এলাকার অদুরে এই ঘটনা ঘটে। আহতরা হলো বাগেরহাট জেলার শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মোঃ আব্দুল্লাহ (৫০)।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল্লাহ বলেন, তারা রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে ট্রলারে বালু ভর্তি করেন। এর পর তারা রওনা হন। কিছুদুর আসতেই একটি স্প্রিডবোর্ডে আসা ৩/৪ জনের একদল দূর্বৃত্ত অতর্কিত ভাবে গুলি বর্ষণ করে। তার মুখে ও পেটে ২টা এবং অপর শ্রমিক আব্দুর রবের মুখে, গলায় ও পেটে ৩টা গুলি লাগে।
অপর শ্রমিক আরিফ বলেন, ট্রলার থেকে চাঁদা তোলা হচ্ছিল। গত শুক্রবার থেকে চাঁদা দেয়া বন্ধ করা হয়েছে। যে কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীও জানান।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদত হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বিকাল পর্যন্ত কোন লিখিত অভিযোগ তারা পাননি।