রাজবাড়ীর পাংশায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রাণী সম্পদ কর্যালয়ের সামনে এ সেবা স্বপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রধান অতিথি হিসাবে এ সেবা স্বপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন’র সার্বিক পরিচালনায় এবং ডা. মোত্তালিব আলী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, বিভিন্ন এলাকার খামারিগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুল হাকিম এমপি বলেন, আমাদের খামারিদের প্রতি বিশেষ নজর রাখতে হবেআগামীতে আরো ভাল করে প্রর্দশনী করতে হবে যাতে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়।