শনিবার রাজবাড়ীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিষ্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার রেজিষ্টার্ড গ্রাজুয়েট ভোটারদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সভায় গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ জন প্রার্থীর পক্ষে ৭ জন প্রার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বাচিপ রাজবাড়ী জেলার সদস্য গণ এবং অগ্রণী ব্যাংক লিমিটেড রাজবাড়ী জেলার সকল কর্মকর্তা বৃন্দ। প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম সরকার, জনতা ব্যাংক লিমিটেড অফিসার‘স ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক মীর্জা মো. আব্দুল বাসেত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ অহিদুজ্জামান, একুশে পদক প্রাপ্ত গুনীজন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব এবং বিএমএ‘র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওরোসার্জন বিভাগের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
সভায় রাজবাড়ী জেলার সর্বমোট ৮৫জন রেজিষ্টার্ড গ্রাজুয়েট উপস্থিত ছিলেন। কালুখালী মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলমগির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অ্যড. শফিকুল আজম মামুন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা ও দায়রা জজ কোর্টের পিপি এ্যাড. উজির আলী শেখ, জেলা বার এসোসিয়েশন এর সভাপতি আনোয়ার হোসাইন, বঙ্গবন্ধু আইনজীবী ফোরামের সভাপতি আবুবকর মিয়া, ডা. আবুল হোসেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতিয়ার রহমান, ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন প্রমূখ। সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল ভোটারদের গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল কে বিজয়ী করতে সহযোগিতা কামনা করেন।