রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে দুই দিন ব্যাপী সাংগঠনিক সক্ষমতা বিষয়ক কর্মশালা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুনের সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু। উদ্বোধনী বক্তব্যে তিনি সমগ্র বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটি রেড ক্রিসেন্ট ইউনিট হিসেবে পরিচিতি পাওয়া রাজবাড়ী জেলা ইউনিটের বাস্তবায়িত কার্যক্রম এর জন্য কার্য-নির্বাহী সদস্য, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সেক্রেটারী শামীমা আক্তার উপস্থিত সকলের অবগতির জন্য গত ২০২১-২০২২ অর্থবছরের আয়-ব্যয় এবং ২০২৩ সালের বাজেট উপস্থাপন করেন। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র দুর্যোগ বিভাগের উপপরিচালক মো. নুরুল আমিন। কর্মশালায় সক্ষমতা বিষয়ে বিষয়ভিত্তিক তথ্য পর্যালোচনা করে সেশন পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় কার্য-নির্বাহী পরিষদের সদস্য অ্যড. মোস্তফা কবির, সদস্য মঞ্জুরুল আলম, শেফালী খাতুন, ইউনিট লেভেল অফিসার মো. নাজির শিকদার, আজীবন সদস্য বহরপুর কলেজের সহকারী অধ্যাপক লোপা নাজনীন, আজীবন সদস্য ও বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, এছাড়া আজীবনবৃন্দ সদস্য কাজী তানভির মামহমুদ, মো. নাসির উদ্দিন, মো. মিলন মিয়া, সহকারী শিক্ষক সঞ্জিতা রানী, রেড ক্রিসেন্ট যুব কমিটির প্রধান নাজমুস সাকিব তালুকদার, সহপ্রধান তামিম খান এবং যুব ইউনিটের সদস্যগণ অংশগ্রহণ করেন।