শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, গ্রামের বিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। শহরমুখী হয়ে উচ্চাভিলাসে চিন্তা ভাবনা করলে কূল কিনারা না পেয়ে অনেকেরই থেমে যেতে হয়। গ্রামের মানুষ ঘরে বসেই অনেক প্রশিক্ষণ নিতে পারে। শুক্রবার বিকেলে তিনি বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, কায়িক শ্রমে সুস্থ ও সুন্দর মন তৈরি হয়। সন্তানদেরকে পারিপার্শ্বিক শিক্ষা নিয়ে দক্ষতা অর্জন করতে হবে। ফলাফল ও চাকরি সফলতা নয়। উপজেলা পর্যায়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ব্যবস্থা রয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করা শিক্ষাবান্ধব সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে যে মানুষটির কারণে নিরাপদ বাংলাদেশ, সুন্দর অর্থনীতি, সতেরো কোটি মানুষের আশ্রয়স্থল শেখ হাসিনার জন্য দোয়া চান।
বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত নারী সাংসদ খোদেজা নাসরিন আক্তার হোসেন, সংরক্ষিত নারী সাংসদ সালমা চৌধুরী রুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, ইউএনও রফিকুল ইসলাম, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মুহাম্মদ শাহিদুল ইসলাম রিপন, প্রধান শিক্ষক শেখ মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ। রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে এসো মিলি প্রাণে প্রাণে সম্প্রীতির বন্ধনে সুবর্ণ জয়ন্তীর আয়োজন করে।
এদিকে রাজবাড়ীর পাংশায় শুক্রবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে শিক্ষা উপমন্ত্রীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মীর মো. আব্দুল বাতেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ এড: খোদেজা নাসরীন আক্তার ও সালমা চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো প্রমুখ।