রং, চিনি, কেমিক্যাল, চিটাগুড় দিয়ে আখের গুড় তৈরি করে বাজারে বিক্রির অপরাধে দুই কারখানা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভাই ভাই ট্রেডার্সের মালিক আলমাস শেখ ও দিলীপ ট্রেডার্সের মালিক দিলীপ চন্দ্র। স্থানীয় সূত্র জানায়, এ দুটি কারখানাতে রং, চিনি, কেমিক্যাল, চিটাগুড় দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আখের গুড় তৈরি করে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে বিক্রি করা হতো দীর্ঘদিন যাবৎ। পাংশা উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান, এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ শুনছিলেন। ভেজাল গুড় তৈরির ভিডিও রয়েছে তাদের কাছে। মঙ্গলবার বিকেলে অভিযানে গিয়ে দিলীপ ট্রেডার্সের কারখানায় এ সবের প্রমাণ পান। একারণে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাই ভাই ট্রেডার্সে যাওয়ার আগেই ওরা সবকিছু সরিয়ে ফেলে। তবে ওদের পরিবেশ অপরিষ্কার অপরিচ্ছন্ন। একারণে এ প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দুটি প্রতিষ্ঠানের মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।