২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা আর ভালবাসায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার সাথে স্বরণ করেছেন গোয়ালন্দ উপজেলাবাসী। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে। অন্যদিকে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কুইজ, বিতর্ক, আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, এনায়েত হোসেন জাকির , উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতাসহ সুধী সমাজের প্রতিনিধি প্রমুখ।