যথাযোগ্য মর্যাদার সাথে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের, থানা, আওয়ামী লীগ ওতার সহযোগী, বিএনপি তার সহযোগী সংগঠন, উপজেলা ভূমি অফিস,স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স, অফিসার্স ক্লাব, রিপোটার্স ক্লাব,উদীচি শিল্পীগোষ্ঠী, রেক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসের কর্মসূচী পালন করেছে। উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল ছড়া পাঠ,কবিতা আবৃতি, পুষ্পমাল্য অর্পন আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, সহকারী কমিশনার( ভূমি) মোঃ হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের মুন্সি আমির আলী প্রমুখ।