বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

‘বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন’ বিষয়ক সেমিনার প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

রাজবাড়ীতে ‘বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এডাব, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বুধবার সকালে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস। অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী জেলা এডাবের সহসভাপতি ও এনজিও এসবিইউএমএস এর নির্বাহী পরিচালক শামীমা আক্তার মুনমুন।

এডাব, রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, এপিপি আব্দুর রাজ্জাক, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন জেলা এডাবের সম্পাদক ও এনজিও ভিএফডিএ‘র নির্বাহী পরিচালক নির্মল কুমার দাস। সঞ্চালনা করেন এডাবের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস স্বাধীনতা লাভের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির চিত্র উল্লেখ করে এ বিষয়ে সকলকে দেশ গঠনে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্তারোপ করেন।

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী তার বক্তব্যে ব্যক্তির আত্ম সুশাসন প্রতিষ্ঠায় নিজস্ব উপলব্ধিকে কাজে লাগিয়ে সকল পর্যায়ে সুশাসনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে অনুরোধ করেন।

অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার তার সমাপনী বক্তব্যে সকল বেসরকারী প্রতিষ্ঠানকে শুধু অর্জনের জন্য শ্রম না দিয়ে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে অনুরোধ জানান।

সেমিনারে জানানো হয়, বাংলাদেশের দারিদ্র বিমোচনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারের সহযোগী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পয়নিষ্কাশন, পরিবেশ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন বিভাগে কাজ করে আসছে। তারা তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা আলম, এনজিও এসডিডিএ‘র নির্বাহী পরিচালক মো. ফজলুল করিম, কেকেএস এর নির্বাহী পরিষদের সভাপতি মুকুল সরকার, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, এনজিও এফডিপি‘র নির্বাহী পরিচালক লরেঞ্জ বাধন, এনজিও সৌরভ’র নির্বাহী পরিচালক মিলন মিয়া, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নির্বাচিত সদস্য শেফালী খাতুন, বহরপুর কলেজের সহকারী অধ্যাপক লোপা নাজনীন, এনজিও পিএআরডি‘র নির্বাহী পরিচালক সুভাস চক্রবর্তী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com