রাজবাড়ীতে কলেজছাত্রী তরুণীকে হত্যার দায়ে সৎমা ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ। সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন হাফশিয়া বেগম (৪০) ও তার প্রেমিক খোরশেদ মোল্লা (৫০)। তাদের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে।
মামলা সুত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের আজগর আলী সর্দারের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর হাফশিয়া বেগমকে বিয়ে করেন। আজগর আলী সরদারের আগের স্ত্রীর কন্যা ছিল মর্জিনা। বিয়ের পর থেকে হাফশিয়া বেগম প্রতিবেশি খোরশেদ মোল্লার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি কলেজ পড়ুয়া মর্জিনা দেখতে পেয়ে তার বাবাকে বলে দেবার কথা বলে। বিষয়টি গোপন রাখার জন্য সৎমা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদ নানা ভাবে ভয়ভীতি দেখাতে থাকে মর্জিনাকে।
২০১৩ সালে ২২ অক্টোবর মর্জিনা রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ থেকে ফিরে বাড়ীতে এসে সৎমা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদকে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামী করে রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে।
রাজবাড়ী জজ আদালতের পিপি উজির আলী বলেন, হত্যা মামলার ঘটনায় আদালতে খোরশেদ এ হাফশিয়া আদালতে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেয়। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আদালত দুই আসামী যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।