রাজবাড়ীতে শেষ হয়েছে চার দিনব্যাপী নাট্যোৎসব। সোমবার রাতে ফরিদপুর বাংলা থিয়েটারের প্রযোজনায় সাইরেন নাটক মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে শেষ হয় এ উৎসবের। একই রাতে অনুষ্ঠিত হয় ভারতের কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটারের নাটক লংমার্চ। দুটি নাটকই দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুটি নাটকে অতিথি ছিলেন প্রবীণ নাট্যকর্মী আব্দুস সাত্তার বাবলা ও নাট্যকলা বিভাগের শিক্ষক ড. বিপ্লব বালা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে বক্তৃতা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল।
বক্তারা বলেন, রাজবাড়ীতে নাট্যোৎসব মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে করে নাটকের পুনর্জাগরণ হলো। ধর্মীয় কুসংষ্কার, যুব সমাজের মধ্যে অপরাধ প্রবণতা দূর করতে নাট্যচর্চার বিকল্প নেই। এই নাট্যোৎসব সাংস্কৃতিক কর্মীদের দারুণভাবে উৎসাহ জোগাবে।
রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তি উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি রাজবাড়ী আজাদী ময়দানে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা ও কলকাতার পাঁচটি নাট্যদলের সাতটি নাটক পরিবেশিত হয় এ উৎসবে।