এ বছর ভেজাল পেঁয়াজ বীজে, সার ও কীট নাশকে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার অনেক কৃষক। বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের সজীব বিশ্বাসকে বীজের মূল্য ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। এ দিকে অসাধু ভেজাল সার ও কীট নাশক বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে মালামাল জব্দ, জরিমানা অব্যাহত রেখেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
জানা গেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্বমৌকুড়ী গ্রামের কৃষক ছবদুল শেখ, ভীমনগর গ্রামের হাসেম সেখ, মহারাজপুর গ্রামের জামাত আলী প্রধান জানায় তারা অর্ধশতাধিক কৃষক ভীমনগর গ্রামের ইউসূপ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাসের নিকট হতে প্রতিকেজি ৪ হাজার ২শ টাকা করে ১নং কিং এর বীজ(লাল তীর) কিনে বীজ তলায় বপন করেছিল । তাদের কারও চারা হয়েছিল ,ক্ষেতে লাগানোর পর পচে গেছে। ক্ষতি পূরন চাইতে গেলে উল্টে হুমকী দিচ্ছে। আমরা জানতাম না তার কোন বীজ বিক্রির লাইসেন্স নেই। এ ছাড়াও সজীব আমাদের ভোটার আইডি কার্ডের ফটো কপি নিয়ে কৃষি ভর্তুকির পাওয়ার টিলার এনে বিক্রি করেছে। ৬ ফেব্রুয়ারি সকালে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে। তিনি তাৎক্ষনিক ভাবে কৃষি অফিসার মেঃ রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এসিল্যান্ড কে দিয়ে দিয়ে তদন্ত কার্য সম্পন্ন করে। উক্ত তদন্তে সজীব বিশ্বাসের বীজ বিক্রির লাইসেন্স না থাকা , তার নিজের ক্ষেতে ভালবীজ ব্যবহার করে অন্য কৃষককে ক্ষতি করার অপরাধে বীজের মূল্য ফেরতের নির্দেশনা দিয়েছে। এমন নির্দেশনায় কৃষক খুশি হয়ে বাড়ী ফেরে। ৮ ফেব্রুয়ারি সকালে নিজ কার্যালয়ে কৃষকের উপস্থিতিতে এ নির্দেশনা প্রদান করেন।