ভুট্টার আবাদ বৃদ্ধির লক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষীদের নিয়ে মাঠ দিবস করেছে। সোমবার বিকেলে জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক মাছিদুর রহমান, ইউপি সদস্য সামসুর রহমান, মোস্তাফিজুর রহমান, খোকন বিশ্বাস, জয়ন্ত কুমার মন্ডল প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে, সকল মৌসূমে ভুট্টার আবাদ করা যায় । তবে রবি মৌসূমে এর ফলন ভালো হয়।১২০দিনে ভুট্টা ঘরে তোলা যায়। এ বছর ৪৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তবে হাইব্রিড বিকেসি জাতের ভ’ট্টার ফলন খুব ভালো । শতাংশ প্রতি ফলন প্রায় এক মণ। এর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।