বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৫ দিন ব্যাপি বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব রোববার রাতে শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য খোদেজা আকতার নাসরীন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম পাল। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
সমাপনী দিনে “তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি” শীর্ষক অনুষ্ঠানমালায় জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্য দল, রাজবাড়ী (নাটক; বিবাহ প্রস্তাব), উপজেলা শিল্পকলা একাডেমি, পাংশা, উদ্ভাস নৃত্যকলা একাডেমি, রাজবাড়ি, আপন শিল্পী গোষ্ঠী, বিশ্ব ভরা প্রাণ, রাজবাড়ী, আলাদীপুর রাজবাড়ি, মামুন খান সংগীত একাডেমী, রাজবাড়ি, সাংস্কৃতিক সংঘ, রাজবাড়ি, জয়বাংলা গ্রামীন গীতিনাট্য দল, আলাদিপুর (নাটক; ফকির বাদশা), ব্যান্ড সাভারিয়ান্স এবং বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া সংগীত পরিবেশন করেন।