বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রাজবাড়ী আজাদী ময়দানে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে এ উৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবি ক্যাপশান : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে চিত্রাংকন প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নিভৃতা ইসলাম। অতিথিদের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছে সে।