রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইলে বর্তমান ইউপি সদস্য জিল্লুর রহমান এবং সাবেক ইউপি সদস্য বাদশা গ্রুপের সর্মথকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে মতবিরোধ চলে আসছিল। রাজনৈতিক ভাবে সবাই স্থানীয় আওয়ামীলীগের কর্মী সমর্থক। সংঘর্ষের পর পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় গ্রুপের ১৩ জন কে রাতে আটক করে থানায় নিয়ে যায়।
পাংশা থানা সুত্রে জানা যায়, উক্ত ঘটনায় কশবামাজাইল ইউপির সাবেক মেম্বর বাদশা আলীর পক্ষে সমর্থক আনিছ আলী বাদী হয়ে মোস্তাফা কে প্রধান করে ১২ জনের নামে উল্লেখ করে মামলা দায়ের করে। অপরদিকে র জিল্লুর রহমানের পক্ষের সর্মথক গোলাম ছরোয়ার বাদী হয়ে আ. রহিম মন্ডল কে প্রধান করে ১২ জনকে আসামী করে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা আল মামুন জানান, উভয় মামলার ১৩ জন এজাহার ভুক্ত আসামীদেরকে গ্রেফতার করে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের কে গ্রেফতারের চেষ্টা চলছে।