রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া কাউন্নাইর গ্রামে পাকা স্থাপনা ভেঙ্গে মাটি কর্তন করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
কাউন্নাইর গ্রামের লিপি বেগম অভিযোগ করে বলেন, আমার বাড়ীর আঙ্গিনার পাকা ফ্লোর ভেঙ্গে মাটি কর্তন করে পাশেই নতুন নির্মাণকৃত কাচা রাস্তায় মাটি নিয়ে গেছে। পাশেই আমাদের একটি মহিলা মাদ্রাসা রয়েছে, সেখান থেকেও গভীর করে মাটি কেটে নিয়ে গেছে। আমার বাবা মাটি কাটায় বাধা দেওয়ার কারনে কয়েকজন দলবদ্ধ হয়ে আমার বাবার উপর ঝাপিয়ে পড়ে। আমরা তিনবোন ঠেকাতে গেলে আমাদেরও মারধর করে।
এই বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার জানান, মূলত যেখান থেকে মাটি কর্তন করা হয়েছে সেটা একটি সরকারি হালট। এই এলাকার মানুষের সুবিধার কথা ভেবে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।