রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে তিন প্যানেল। মঙ্গলবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ এবং সাধারণ আইনজীবি পরিষদ পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন।
সাধারণ আইনজীবি পরিষদের সভাপতি পদে এড. এটিএম মোস্তফা, সহ-সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এড. বিজন কুমার বোস, সহ-সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ তপন, খান মোহাম্মদ জহুরুল হক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক বিপ্লব কুমার রায়, সদস্য বকুল ভৌমিক, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, মোঃ রফিকুল ইসলাম, সাগর আলী খান।
আওয়ামী আইনজীবি পরিষদে সভাপতি পদে আনোয়ার হোসেন, সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার বাড়ৈ, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার মোঃ শরীফ, আশরাফুল হাসান আশা, ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আহম্মদ আলী মৃধা বাটু, সদস্য নিজাম উদ্দিন শেখ, অনুপ কুমার দাস, সাথী খানম, খন্দকার ছানোয়ার হোসেন, সুর্য্য সরকার। জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের সভাপতি পদে এএনএম শাহিদুল ইসলাম, সহ-সভাপতি আজিজুল ইসলাম টিটু খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (২), সহ-সাধারণ সম্পাদক এ্যাড. রহিমা খাতুন লিলি, আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সাজেদুর রহমান ইদ্রিস, সদস্য হেদায়েত উল্লাহ মিয়া, মাহফুজুর রহমান, রকিবুল হাসান, তুহিন শেখ, নাজমুল হক লিটন।
এছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুব রহমান ও সহ-সাধারণ সম্পাদক আরব আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৯ জানুয়ারী, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ জানুয়ারী এবং ভোট গ্রহণ ৩১ জানুয়ারী।