রাজবাড়ীর গোয়ালন্দে দরিদ্র মেধাবী এক শিক্ষার্থীর কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। জানা গেছে, উপজেলার তেঁনাপচা এলাকার মো. তোরাব আলী মন্ডলের মেয়ে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তির জন্য অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন মেয়েটির পরিবার।
বিষয়টি বিশেষ সূত্রে জানতে পেরে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী তার বাবাকে তার কার্যালয়ে ডেকে এনে প্রয়োজনীয় অর্থ তুলে দেন তার হাতে।
এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা বলেন, ভর্তির টাকা জোগাড় করতে না পেরে মেয়ের অসহায়ত্ব দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমার মেয়েকে হয়তো ভর্তি করতে পারবোনা। কিন্তু চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে আমাকে তার অফিসে ডেকে নিয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা তুলে দেন। এতে তার কাছে কৃতজ্ঞ।
উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, একটা মেধাবী মেয়ে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারবেনা, এটা হতে পারে না। আমি এই সকল মেধাবীদের পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ২০২২ সালে গোয়ালন্দ প্রপার হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় এ প্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছেন।