রাজবাড়ীতে বাংলাদেশ সেনা বাহিনীর উদ্যোগে সেনাবাহিনী কল্যাণ তহবিল হতে সেনা মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত চারটি ঘর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে গৃহের চাবি ও গৃহ হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রশীদ।
এ সময় রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের কর্পোরাল মো. হারেজ আলী (অবঃ) চাঁদপুর গ্রামের কর্পোরাল করিমুল হক (অবঃ) পাংশা থানার কর্পোরাল মো. আবু জাফর (অবঃ) ও বালিয়াকান্দি উপজেলার ল্যান্স কর্পোরাল মো. ইয়াছিন শেখ (অবঃ) এর হাতে গৃহের চাবি ও গৃহ হস্তান্তর করা হয়।
পরে রাজবাড়ীর অসহায় ও দুস্থ দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতীক ডিভিশন যশোর এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রশীদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকৃত সেনা মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য অবদান এবং ত্যাগ তিতীক্ষাকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।