মোক্তার হোসেন, পাংশা ॥
রাজবাড়ী জেলার পাংশায় মিজানুর রহমান (৩৫) নামের এক স্কুল শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মৌরাট ইউপির বড় চৌবাড়িয়া গ্রামের পাকা রাস্তার উপর গত বুধবার বিকেলে হামলার শিকার হন তিনি। মিজানুর রহমান মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তার বাড়ি পাংশার ঢেকিপাড়া গ্রামে। জানা যায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। পুলিশ ঘটনার সাথে জড়িত সজল (১৫) নামের একজন আসামীকে গ্রেফতার করেছে। হামলাকারীদল শিক্ষক মিজানুর রহমানের মোটরসাইকেল গতিরোধ করে রড ও হাতুরি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর কাটা ফাটা ও রক্তাক্ত জখম করে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে পাংশা হাসপাতালে ভর্তি করে। তবে হামলার নেপথ্য কারণ জানা যায়নি। পূর্ব দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্কুল শিক্ষক মিজানুর রহমানের পিতা মজিবর রহমান বাদী হয়ে মেড়রা গ্রামের স্বাধীন মন্ডল (২১), আখরজানি গ্রামের সবুজ (২১) ও গোলাবাড়ী বনগ্রামের সজল (১৫) নামের তিনজনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১৩, তাং ২৪/০৩/২০২২, ধারা ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/ পেনাল কোড-১৮৬০। মামলাটি পাংশা মডেল থানার এসআই মো. কামাল হোসেন তদন্ত করছেন।শুক্রবার দুপুরে যোগাযোগ করা হলে এসআই মো. কামাল হোসেন জানান, মামলার এজাহারনামীয় সজল নামের একজন আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। এদিকে, শিক্ষক মিজানুর রহমানের উপর হামলার ঘটনায় এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মোকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শামসুল আলমসহ শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।