রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে চর বিলধামু গ্রামে কবরস্থানের লক্ষাধিক টাকা মূল্যমানের ৭টি মেহগনি গাছ কেটে ক্ষতি সাধন করার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। ১২ ডিসেম্বর মামলাটি দায়ের করেছে বাকসাডাঙ্গী গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আব্দুল খালেক সেখ।
মামলা সূত্রে জানাগেছে, আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে কোদাল, কুড়াল সহ বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৯ ডিসেম্বর রাতে বাদীর নিজ জমির উপর পারিবাবিক কবর স্থানে লাগানো ১ লক্ষ ৪০ হাজার টাকার ৭টি মেহগনি বৃক্ষ কেটে ক্ষতি করেছে। আসামীরা হলো জাহাঙ্গীর মোল্যা(৪০), নিছা শেখ(৪২), সোরাপ আলী(৪০), জিয়া সেখ(৩৫), শফিক ফকির(৩৭),আহাদ সেখ(২৬), হবিবর সেখ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন । ঘটনার ভোর রাতে বাদী ফজরের আযান শুনে ঘুম ভাঙ্গলে লোকজনের কথাবার্তার আওয়াজ শুনতে পেয়ে ঘর হতে বের হয়ে আসামীদের চিনতে পারে।