মোক্তার হোসেন, পাংশা ॥
কে বা কারা রাতের আঁধারে পদ্মা নদী থেকে বালু এনে পাংশা টেলিফোন এক্সচেঞ্জের (বিটিসিএল) জায়গায় স্তুপ করছে। গত ৫/৬ দিন হলো রাতের বেলা গাড়িতে করে বালু এনে স্তপ করা হচ্ছে ওই স্থানে। তবে বালু ব্যবসার সাথে জড়িতরা আড়ালে থেকে নদী হতে বালু এনে স্তুপ করছে বলে ধারণা করছে এলাকাবাসী। বালুর স্তুপ করায় অসুবিধায় পড়েছেন টেলিফোন এক্সচেঞ্জের কর্মচারী ও আশপাশে বসবাসকারী লোকজন। স্থানীয়রা জানায়, গত ১৯/২০ মার্চ থেকে রাতের বেলায় একের পর এক গাড়িতে করে বালু এনে তা টেলিফোন এক্সচেঞ্জের জায়গায় রাখা হচ্ছে। বালুর স্তুপের কারণে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। তবে কারা কি জন্য পদ্মা নদী থেকে রাতের আঁধারে বালু এনে টেলিফোন এক্সচেঞ্জের জায়গায় বিশাল স্তুপ করছে তা জানা যাচ্ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সরেজমিন পাংশা টেলিফোন এক্সচেঞ্জের এক কর্মচারী জানান, টেলিফোন এক্সচেঞ্জের জায়গায় রাতের বেলায় বালু এনে রাখা হচ্ছে। তবে কারা বালু রেখছে তা তিনি জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায়, বালু ব্যবসার সাথে জড়িতরা আড়ালে রয়েছেন। ইঞ্জিন চালিত বাটাহাম্পার গাড়িতে করে চালক ও তার সাথে থাকা কর্মচারীরা রাতের বেলায় গাড়ি থেকে বালু আনলোড করে চলে যায়। বালুর বিশাল স্তুপের কারণে বসবাসে অসুবিধা হচ্ছে বলেও জানান তারা। বালুর স্তুপ সরিয়ে এলাকায় স্বাভাবিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।