মার্স একাডেমির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর দক্ষিণপাড়া নন্দীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্প পরিদর্শন করে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্স একাডেমির উপদেষ্টা সুজিত কুমার নন্দী, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজলুল হকসহ খানখানাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যাম্প আয়োজন এবং মার্স একাডেমির পক্ষ হতে আধুনিক সুশিক্ষার পাশাপাশি সামাজিক বিভিন্ন মানবসেবামূলক কাজে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন মার্স একাডেমির পরিচালকবৃন্দ ও শিক্ষক মন্ডলীগণ।
সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খানখানাপুরের সর্বস্তরের জনগণ মার্স একাডেমিতে বিনামূল্যে মেডিকেল সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. জহুরুল হক, মানসিক ও ডায়াবেটিকস রোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ব্লাডক্যাম্প পরিচালনায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী শাখা। বিনামূল্যে চিকিৎসা সেবা এবং রক্তের গ্রুপ নির্ণয় করে সকলেই আনন্দিত এবং সন্তুষ্টি প্রকাশ করেন।