রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে মারধরের চারদিন পর বুধবার সকালে হাসু মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে একই গ্রামের করিম মৃধার ছেলে। পেশায় সে ফল ব্যবসায়ী বলে জানা গেছে। এদিকে বুধবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত নয়ন সরকারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নয়ন পাশর্^বর্তী ডাঙ্গাহাতি মোহন গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে নয়নসহ পরিবারের সবাই পলাতক রয়েছে।
নিহতের ভাতিজা নাইম মৃধা জানান, তার চাচা হাসু মৃধা টাকা পেত নয়নের কাছে। গত শনিবার রাতে পাওনা টাকা চাইতে নয়নদের বাড়িতে গেলে তাকে বেদম মারপিট করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রোববার তার চাচা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ভর্তি হন। মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। বুধবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান।
এদিকে হাসু মৃধার মৃত্যুর বিষয়টি জানতে পেরে নয়ন সরকার সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যায়। দুপুর ১২টার দিকে তার বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে। এতে তার ঘর ও ঘরে থাকা সকল মালামাল পুড়ে যায়।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়ির কোনো সদস্যকে সেখানে পাওয়া যায়নি। অগ্নিকান্ডের কারণও অজ্ঞাত। প্রত্যক্ষদর্শীরা কেউ বলতে পারেনি কী কারণে আগুন লেগেছে। অগ্নিকান্ডে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দুই রকমের তথ্য পাওয়া গেছে। এক পক্ষ বলছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে মারধর করেছে। অন্য পক্ষ বলছে নারীঘটিত কারণে। হাসু মৃধা আহত হওয়ার পরদিন হাসপাতালে ভর্তি হয়ে গত মঙ্গলবার নিজেই হাসপাতাল থেকে চলে আসেন। বুধবার সকালে তিনি মারা যান। নিহতের পরিবারের কাছ থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। সুরতহাল রিপোর্টে তার পায়ে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুতর প্রকৃত কারণ জানা যাবে। অগ্নিসংযোগের ঘটনাও জানা গেছে দুই রকম। এক পক্ষ বলছে, নয়ন সরকার নিজেকে বাঁচাতে নিজের ঘরেই আগুন দিয়েছে। অন্য পক্ষ বলছে, ক্ষুদ্ধ হয়ে মৃত হাসু মৃধার লোকজন আগুন দিয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নয়ন সরকার পলাতক রয়েছে।